মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
আওয়ামী লীগের মিছিল থেকে ৫ জনকে আটক করলো পুলিশ
নিউজ ডেস্ক
Publish: Sunday, 20 April, 2025, 10:00 PM

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ । রোববার (২০ এপ্রিল) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাতারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ও মো. বিল্লাল (২৩) ও  যুবলীগ কর্মী মো. করিম (৪০) ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬-১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে আটক করা হয়। 

অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শাহবাগ মোড়ে ২০-৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। এসময় থানার টহল টিম তাদের ধাওয়া দিয়ে মো. জনি , মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেপ্তার করে। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপি
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
৫ আগস্টের আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সৌদি যাচ্ছেন মোদি
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝