মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
বান্দরবানে সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে চাঞ্চল্য
বান্দরবান প্রতিনিধি
Publish: Monday, 21 April, 2025, 7:08 PM

বান্দরবানের থানচিতে দেশের অভ্যন্তরে মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির (এএ) উৎসবে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান সদস্য খামলাই ম্রোর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৬ এপ্রিল থানচি উপজেলার রেমাক্রী বাজারে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসবের আয়োজন করে উদযাপন কমিটি। উৎসবে মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির (এএ) সদস্যরা বাহিনীর পোশাক পরে অংশ নেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান সদস্য ও থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো এবং গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান মুইশৈ থুই, অংপ্রুসহ আরও কয়েকজন।

এ ঘটনায় উৎসবের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এটি কোনো ছোটখাটো বিষয় বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এ ঘটনা রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোর সম্পৃক্ত থাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এমন কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রীয় এবং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত থানচি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং ওই সময়ে জেলা বিএনপির কমিটিতে সদস্য ছিলেন। এছাড়াও সম্প্রতি বাতিল হওয়া জেলা মৎস্যজীবী দলের সহসভাপতির পদে ছিলেন। অপরদিকে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্প্রসারিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অভিযোগের বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো বলেন, বিএনপির বর্তমান কোনো কমিটিতে আমি নেই। সাবেক কয়েকটি কমিটিতে ছিলাম। চাঞ্চল্যকর ঘটনাটির প্রসঙ্গে তিনি বলেন, মূলত রেমাক্রী বাজারে সাংগ্রাই উৎসবটি আয়োজন করেছিল উৎসব উদযাপন কমিটি। আমি আমন্ত্রিত অতিথি ছিলাম, ঘটনাস্থলে যাওয়ার পর দেখলাম উৎসবে আরাকান আর্মি এবং আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকর্মীরাও রয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি ও মুজিবুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু আহ্বায়কের সঙ্গে বিষয়টি নিয়ে দলীয়ভাবে কোনো কথা হয়নি। তাই কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা জানা নেই।

অপরদিকে দেশের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সাংগ্রাই উৎসবে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর টনক নড়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের মুখে থানচিতে ২২টি ইঞ্জিন বোটে করে সাঙ্গু নদীপথে আরাকান আর্মি এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো  মামলা হয়নি।

বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান জানান, ওই উৎসবে আরাকান আর্মির কোনো সশস্ত্র সদস্য ছিল না। যারা ছিলেন তারা সহযোগী বা সমর্থক। স্থানীয়দের সঙ্গে উৎসবে অংশ নিয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর বিজিবি কঠোরভাবে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদা করেছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরে কোনো আরাকান আর্মির সদস্য নেই বলে জানিয়েছেন বিজিবির ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপি
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
৫ আগস্টের আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সৌদি যাচ্ছেন মোদি
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝