বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
কাশ্মীরে পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা, পর্যটকসহ নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 22 April, 2025, 9:49 PM

জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অনেকে। আহতদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা গেছে। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। সন্ত্রাসীরা ছদ্মবেশে ছিল এবং ধারণা করা হচ্ছে একটি পরিকল্পিত হামলা।

নিহতদের মধ্যে একজন ছিলেন কর্নাটকের শিভামোগ্গা জেলার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। খবর পাওয়া যায়, তার স্ত্রী ও ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়।

এই হামলাটি এমন সময়ে ঘটেছে যখন কাশ্মীর উপত্যকায় পর্যটন মৌসুম তুঙ্গে। সারা ভারতে চলছে ‘আমারনাথ যাত্রা’র রেজিস্ট্রেশন চলছে। ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। ‘আমারনাথ যাত্রা’র একটি রুট হল ৪৮ কিমি দীর্ঘ পেহেলগাম রুট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াই করার সংকল্প অটুট এবং শক্তিশালী হবে।

টেলিফোনে এক কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলার স্থান পরিদর্শন করতে এবং যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। তিনি শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সমস্ত সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

হামলার কিছুক্ষণের মধ্যে অমিত শাহ দিল্লিতে নিজের বাসভবনে এক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহান।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ
সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন
ঐকমত্য কমিশনের ৭৩টি সংস্কার প্রস্তাবে আপত্তি বিএনপির
কাশ্মীরে পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা, পর্যটকসহ নিহত ২৬
পরীর বিরুদ্ধে মামলা ঠুকলেন ভুক্তভোগী গৃহকর্মী
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝