Publish: Thursday, 24 April, 2025, 1:04 PM

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনো কাটেনি, এরই মধ্যে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উধমপুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
নিহত সেনা সদস্যের নাম হাবিলদার ঝন্টু আলী শেখ। সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্সে এ তথ্য জানায়।
কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদেন বলা হয়, নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের পর এক সেনা সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গুলিতে তিনি নিহত হন।
সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্সে লিখেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে একটি যৌথ অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে ভয়াবহ গুলিবিনিময় হয়।
এতে বলা হয়েছে, প্রাথমিক সংঘর্ষে আমাদের একজন সাহসী যোদ্ধা গুরুতর আহত হন এবং সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও পরে মারা যান। অভিযান চলছে বলে জানিয়েছে তারা।
প্রতিবেদন বলছে, কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার দুদিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। এ ছাড়া গতকাল বুধবারও কাশ্মীরের বারমুলা জেলার উরিতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার সকালে সন্ত্রাসীরা উরিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
ডার্ক টু হোপ/এসএইচ