শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫,
১২ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হলেন দক্ষিণ সিটির কর্মকর্তা
নিউজ ডেস্ক
Publish: Thursday, 24 April, 2025, 4:17 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ।

তিনি বলেন, রাজধানীর সবুজবাগ এলাকার পূর্ব বাসাবো লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনও ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন, দাবি করা ঘুষের টাকা না দিলে কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। মো. সাইফুল ইসলাম আরও জানতে পারেন, সোহেল সব সেবাপ্রার্থীর কাছ থেকেই ছাড়পত্র দেওয়া বাবদ ঘুস হিসেবে টাকা নেন। এই কর্মকর্তাকে আইনের আওতায় আনতে মো. সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন। 

দুদকের ফাঁদ অভিযানে বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় ঢাকা দক্ষিণ সিটির ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুসের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা
হামলা হলে ‘সর্বাত্মক যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানের
হবিগঞ্জে তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝