শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫,
১২ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শতাধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 25 April, 2025, 8:11 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী চকপাড়া সীমান্ত এলাকা থেকে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইটি প্লাস্টিকের ক্যারেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযান চালিয়ে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যান্য বাহিনীর সহযোগিতা নিয়ে চোরাচালানকারীদের তথ্য উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ, সকল ভিসা স্থগিত
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝