ডিপিএলের এক ম্যাচে অনফিল্ড অপেশাদার আচরণের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। পরে সেটি কমিয়ে এক ম্যাচে আনা হয়। সেই এক ম্যাচের বহিষ্কারাদেশ এবার এক বছর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও তারা দেয়নি।
বিসিবির এক কর্মকর্তা জানান, ‘হৃদয়ের শাস্তি আপাতত কার্যকর হচ্ছে না। তবে এই এক বছর যদি সে আবার এমন কোনো আচরণে জড়ায়, তাহলে এই শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে।’
এর আগে হৃদয়ের শাস্তি নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শুক্রবার সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের এক বৈঠকে এই ইস্যু ছিল অন্যতম আলোচ্য বিষয়। পরে গণমাধ্যমের সামনে এসে তামিম ইকবাল এই শাস্তিকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন।
তামিম বলেছিলেন, ‘একই ঘটনায় প্রথমে দুই ম্যাচ, পরে এক ম্যাচ, আবার নতুন করে শাস্তি—এটা কোনো নিয়ম না, এটা হাস্যকর।’
ডার্ক টু হোপ/এসএইচ