Publish: Monday, 28 April, 2025, 8:58 AM

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতের শহরতলিতে হামলা চালিয়ে একটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
লেবাননের ইরানি দূতাবাস এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে এই হামলার মাধ্যমে ইসরায়েলের আগ্রাসন, অপরাধ এবং সন্ত্রাসের চরিত্র ফুটে ওঠেছে।
এই মাসের শুরুতে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। পাঁচ দিনের মধ্যে লেবাননের রাজধানীতে এটি দ্বিতীয় ইসরায়েলি হামলা।
রোববারের এই হামলাটি যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন। গত নভেম্বরে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের অবসান ঘটিয়েছিল এই চুক্তি।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরো কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
ডার্ক টু হোপ/এসএইচ