Publish: Monday, 28 April, 2025, 10:40 AM

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৭০ জন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) দিনজুড়ে এবং আজ সোমবার স্থানীয় সময় ভোররাতে হামলায় এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।
গাজার চিকিৎসকরা বলছেন, ভোরবেলায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ঠিক একদিন আগে পুরো উপত্যকা জুড়ে কমপক্ষে ৫৩ জন নিহত হয়।
আল জাজিরা আরবির সহকর্মীরা জানাচ্ছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আবু মাহাদি পরিবারের বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা এবং বেশ কয়েকজনকে আহত করেছে।
রোববার হামলায় নিহতদের মধ্যে আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এ তাঁবুতে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রয়েছেন।
গাজা শহরের সুজাইয়া পাড়ার ওয়াদি আল-আরাইসে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।
একই শহরের জেইতুন পাড়ায় ইসরায়েলি গোলাগুলিতে আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া আল-তুফাহ পাড়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই এলাকায় হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনকে উদ্ধার করা হয়েছে। একই এলাকায় বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
একটি মেডিকেল সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহের একটি বাণিজ্যিক কেন্দ্রের কাছেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা এবং বেশ কয়েকজন আহত করেছে।
মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে আরেকটি হামলার খবর পাওয়া গেছে, তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী গুলি চালালে তিন শিশুসহ আরও আটজন নিহত হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিসের পূর্বে খুজা'আ শহরে বিমান হামলায় ১৭ বছর বয়সী এক বালকও নিহত হয়।
খান ইউনিসের উপকূলে ইসরায়েলি নৌবাহিনী একদল জেলেকে গুলি চালায়। এতে একজন জেলে নিহত এবং একজন আহত হয়।
খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয় বলে এক মেডিকেল সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি হেলিকপ্টারগুলো ভোর থেকে দক্ষিণ গাজার রাফাহ শহরে গোলাবর্ষণ করেছে, তবে আহতদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং মেডিকেল সূত্রের মতে, আলজেরিয়ান ক্যাম্পে একটি তাঁবু লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালালে চার শিশুসহ পাঁচজন নিহত হয়।
মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে একটি ক্যাফে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করে এবং আরও বেশ কয়েকজন আহত হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৫২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও।
ডার্ক টু হোপ/এসএইচ