সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুর প্রতিনিধি
Publish: Monday, 28 April, 2025, 9:07 AM

গাজীপুরের বাসন থানার মোগর খাল এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন - সীমা আক্তার (৩০), তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (দেড় বছর) ও তার মেয়ে তানজিলা (১০)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় সন্ধ্যার দিকে আহত পারভিন আক্তার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, গাজীপুর থেকে শিশু ও নারীসহ মোট পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে তাসলিমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া দু’জন ৯০ শতাংশ দগ্ধ, একজন ৩২ শতাংশ ও অন্য একজন ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গাজীপুরে দগ্ধ গার্মেন্টস কর্মীর মৃত্যু
ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন চাল
নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত
মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ: আইন উপদেষ্টা
২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন: আল জাজিরাকে ড. ইউনূস
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝