শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
কুষ্টিয়ায় তেলের গোডাউনে আগুনে দুই কোটি টাকার ক্ষতি
কুষ্টিয়া প্রতিনিধি
Publish: Thursday, 31 October, 2024, 3:24 PM

কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে আগুন লেগে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মবিল ও কেরোসিন বিক্রি করা হতো। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের  ৫টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুড়ে গেছে পুরো দোকানটি।

প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে দুই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝