শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
বাংলাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপে অগ্নিকাণ্ড, একাধিক গাড়ির সংঘর্ষ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Publish: Thursday, 17 July, 2025, 2:20 PM

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি পিকআপে অগ্নিকাণ্ড হয়েছে। এর কিছুক্ষণ পর তিনটি যাত্রীবাহী বাস পরপর পেছনে এসে ধাক্কা দেয়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জেলার কামারখোলা ব্রিজের এক্সপ্রেসওয়েতে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী মুরগীবাহী পিকাপের গিয়ার বক্স গরম হয়ে আগুন ধরে উল্টে যায়। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পোলট্রি মুরগি গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। 

পরবর্তীতে একই স্থানেই ‘দোলা, চন্দ্রা, ও পূর্বাশা’ নামের ঢাকামুখী তিনটি যাত্রীবাহী বাস একে অপরের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ। তিনি বলেন, ‘আজ সকাল ৭টা ১০ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে আবার খবর আসে একই স্থানে তিনটি যাত্রীবাহী বাস একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪
গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝