শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
বাংলাদেশ
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৫০০
গোপালগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 18 July, 2025, 11:46 AM

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানো, ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী। এতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গোটা গোপালগঞ্জ জুড়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া কারফিউ দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য সাময়িকভাবে শিথিল করা হয়। এরপর থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। প্রধান সড়কে জনসাধারণের চলাচল প্রায় বন্ধ। শুধু জরুরি সেবা চালু রয়েছে। শহরের অলিগলি ফাঁকা, জনমানবশূন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি না থাকলেও সকাল পর্যন্ত যৌথবাহিনী বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করেছে বলে জানিয়েছে প্রশাসন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত
কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝