বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১
ময়মনসিংহ ব্যুরো
Publish: Monday, 4 November, 2024, 6:16 PM

ময়মনসিংহে একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ের আজাহার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম হিমেল। তিনি একজন প্রাইভেটকার চালক। তার সম্পর্কে আর কিছু জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, একটি লরি থেকে গ্যাস আনলোড করার সময় অগ্নিকাণ্ড ঘটে। পাম্পটির পুরো যন্ত্রাংশের পাশাপাশি তিনটি দোকান, একটি প্রাইভেটকার, তিনটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝