ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে আরো ১৬৭ জন বাংলাদেশি আজ দেশে ফিরবেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি উদ্যোগের অংশ হিসেবে, যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে প্রবাসীদের দেশে ফেরানোহচ্ছে। রাত ১২টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায়, চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইওএম-বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের অভ্যর্থনা জানাবেন।
এর আগে ৩৩৮ জন প্রবাসী, একই ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন।
ডার্ক টু হোপ/এসএইচ