বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
খেলাধুলা
নারী ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 23 August, 2025, 9:38 PM

নারী ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে দলকে যথারীতি নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। ১৫ সদস্যের দলে একজন নতুন মুখকে দলে নিয়েছে বিসিবি।সেই নতুন মুখ হচ্ছেন রুবাইয়া হায়দার ঝিলিক।

টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে প্রথম ম্যাচ খেলার অপেক্ষা আছেন উইকেটরক্ষক-ব্যাটার। তার প্রথম ডাক পাওয়ার দিনে দলে ফিরেছেন সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি। টপ অর্ডার ব্যাটার সুমাইয়া ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলেছেন গত বছরের মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অন্যদিকে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলা নিশি সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০২৩ সালে, পাকিস্তানের বিপক্ষে। ১৭ বছর বয়সী এই অফ স্পিনার বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে সর্বকণিষ্ঠ ক্রিকেটার। এই তিনজনকে জায়গা দিতে সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জ্যোতি- নাহিদা আক্তাররা। ২৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয়। অন্যটি প্রেমাদাস স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে, ২৭ সেপ্টেম্বর।

বাংলাদেশের নারী বিশ্বকাপ দল-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝