মেসির মায়ামিকে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিয়াটল
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 1 September, 2025, 10:40 AM

লিওনেল মেসি পূর্ণ ৯০ মিনিট মাঠে ছিলেন। কিন্তু একটিও অন-টার্গেট শট নিতে পারেনি ইন্টার মায়ামি। ফলে লিগস কাপের ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলের বড় হারে শিরোপা হাতছাড়া করেছে ডেভিড মাশচেরানোর শিষ্যরা।
মার্কিন শহর সিয়াটলের লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। ম্যাচের ২৬ মিনিটে সতীর্থের ক্রসে হেড থেকে গোল করে সিয়াটলকে এগিয়ে দেন ডি রোসারিও।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে একেবারে গোলরক্ষকের মুখোমুখি হন মেসি। কিন্তু তার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। সেই ব্যর্থতার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
৮৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সিয়াটল। আলেক্স রোলড্যান স্পট কিক থেকে গোল করেন। এরপর ৮৯ মিনিটে আরও একটি গোল করে ৩-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে নেয় তারা।
অপরাজিত তিন ম্যাচের পর ফাইনালে এসে থেমে গেল ইন্টার মায়ামির স্বপ্ন। অন-টার্গেটে শট না থাকা এবং আক্রমণে ব্যর্থতাই শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: