ডাকসু নির্বাচন হবে, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত
নিউজ ডেস্ক
Publish: Monday, 1 September, 2025, 4:58 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পূর্বঘোষিত তারিখে অনুষ্ঠিত হতে আপাতত কোনো বাধা নেই। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালত স্থগিত করেছে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন।
তবে চেম্বার আদালতের নির্দেশে ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: