যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরো ৩০ বাংলাদেশি
নিউজ ডেস্ক
Publish: Friday, 5 September, 2025, 8:16 AM

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরো ৩০ বাংলাদেশিকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফেরত আসাদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তারা কেউ গণমাধ্যমে কথা বলেননি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: