Publish: Sunday, 7 September, 2025, 7:58 AM

মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক ঝগড়ার জেরে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্বামী, তৃতীয় স্ত্রী ও তাদের শিশু সন্তান দগ্ধ হয়েছেন। আহতরা হচ্ছেন স্বামী বাহারুল ইসলাম (৫৫), তৃতীয় স্ত্রী লাভলী বেগম (৩০) ও ১৩ মাসের পুত্র রোহান।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যরাতে। পরের দিন শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) নিজে হাজিপুর পুলিশ ক্যাম্পের মাধ্যমে মাগুরা সদর থানায় এসে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানায়, বাহারুল ইসলামের প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) ও তৃতীয় স্ত্রী লাভলী বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার বিকেলে ঝগড়া হয়। এই ঘটনায় স্বামী দুজনকেই মারধর করলে প্রথম স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরবর্তী রাতেই প্রথম স্ত্রী সুমি আক্তার মধ্যরাতে শশুরবাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাহারুল, তৃতীয় স্ত্রী ও শিশু রোহান দগ্ধ হন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর প্রথম স্ত্রী সুমি আক্তার শনিবার সকালে হাজিপুর পুলিশ ক্যাম্পের মাধ্যমে মাগুরা সদর থানায় আত্মসমর্পণ করেন। এ ঘটনায় বাহারুল ইসলামের ছোট ভাই মনিরুল ইসলাম সুমি আক্তারকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক মামুনুর রশীদ বলেন, আক্রান্তরা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং ঢাকায় বার্ণ ইউনিটে চিকিৎসা চলছে।
ডার্ক টু হোপ/এসএইচ