মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫,
২৫ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
জয়পুরহাট প্রতিনিধি
Publish: Monday, 8 September, 2025, 10:30 AM

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর ‌‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে যায় ট্রেনটি। এ ঘটনায় ঢাকা এবং দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামত করলে ছয় ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ ফের শুরু হয়।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসে ট্রেনটি। আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে আক্কেলপুর রেল স্টেশনে নিয়ে আসে। ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

সান্তাহার রেলস্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নিই। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিতে আক্কেলপুরে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
রাতে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই সেখানে ছুটে আসেন আশপাশের মানুষ। ভোর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। 

যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

তাসিম বিল্লাহ নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ হয়। শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল
সীমানা পুনর্বিন্যাস নিয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ
ফেসবুকে ফিরল পুরোনো ‘পোক’ ফিচার, যুক্ত হলো নতুন সুবিধা
ডাকসু নির্বাচন: ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ভেতরে বিজিবির টহল
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝