কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর উত্তর কালিয়াজুড়ি হাতেখড়ি আনন্দ পাঠশালার "নেলী কটেজ" নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, প্রায় চার বছর আগে আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম পরিবার নিয়ে ওই বাসায় ওঠেন। নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা আক্তার (৫০), কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ও দুই ছেলে সেখানে বসবাস করছিলেন।
রানা আরও জানান, রোববার রাতে ঢাকা থেকে দুই ছেলে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় পান। ভেতরে ঢুকে মা ও বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ভোরে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার দিনের বেলায় একজন ব্যক্তি তাদের বাসায় যাতায়াত করেছিলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।”
ডার্ক টু হোপ/এসএইচ