শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর
খুলনা ব্যুরো
Publish: Friday, 8 November, 2024, 9:15 PM

জনগণের নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত নগরীর শিববাড়ি মোড়ে র‍্যালিপূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অন্তরবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পরিবর্তন আছে। সংস্কার আছে। সবকিছুর সঙ্গে একমত। কিন্তু একটি জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না।’

বিএনপির স্থায়ী কমিটিরি এই সদস্য আরও বলেন, ‘আমরা এই সরকারকে সহযোগিতা করব; সেটা একটা যৌক্তিক সময় পর্যন্ত। তাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা অন্তবর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই। অন্যকোনো পথে হোক– এটা আমরা আশা করি না।’ 

নেতা–কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর ৫ আগস্ট আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। তাই এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, স্থায়ী কমিটির সদস্য শেখ মুজিবর রহমানসহ অনেকে। সভা পরিচালনা করেন খুলনা নগর কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্ভোধন করেন। পরে র‍্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোড়া, রয়েলচত্ত্বর হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝