Publish: Thursday, 16 October, 2025, 12:46 AM

পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। জটিল, তবে সমাধানযোগ্য এই অচলাবস্থার সমাধান খুঁজতে উভয় দেশই আলোচনার মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালাবে।
মঙ্গলবার রাতভর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা স্পিন বোলদাক ও পাকিস্তানের চামান জেলার প্রত্যন্ত সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষে কয়েকজন নিহত ও আহত হয়। উভয় পক্ষই সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি বাহিনীকে আফগানিস্তানে ‘হালকা ও ভারী অস্ত্রের মাধ্যমে’ গুলি চালিয়ে সীমান্ত যুদ্ধ শুরুর জন্য অভিযুক্ত করেছেন। এতে আফগানিস্তানের ১২ জন বেসামরিক লোক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলেও জানান তিনি।
স্পিন বোলদাক জেলার একজন প্রেস মুখপাত্র আলী মোহাম্মদ হকমাল ১৫ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। জেলা হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহতদের মধ্যে ৮০ জন নারী ও শিশু রয়েছে।
মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী পাল্টা গুলি চালিয়ে ‘বিপুল’ পাকিস্তানি সৈন্যকে হত্যা, তাদের অস্ত্র ও ট্যাঙ্ক জব্দ এবং দেশটির সামরিক স্থাপনা ধ্বংস করেছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য আফগানিস্তানের তালেবানদের দোষারোপ করে বলেছে, তারা প্রথমে পাকিস্তানের একটি সামরিক পোস্ট এবং সীমান্তের কাছাকাছি অন্যান্য এলাকায় গুলি চালিয়েছিল। এতে সংঘর্ষে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘর্ষে ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের চামান জেলার বাসিন্দা নাজিবুল্লাহ খান বলেন, সংঘর্ষের কারণে সীমান্তের কাছে বসবাসকারী কিছু লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষ খুবই কঠিন পরিস্থিতিতে আছে। মানুষের বাড়িতে গোলা পড়ছে।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী আফগানিস্তানের তালেবানদের আক্রমণ ‘কার্যকরভাবে প্রতিহত’ করেছে। প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জন সদস্যকে হত্যা করেছে এবং কয়েকজনকে আহত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই আক্রমণ পাকিস্তানের দ্বারা শুরু করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা জঘন্য ও স্পষ্ট মিথ্যাচার। সশস্ত্র বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং সম্পূর্ণরূপে প্রস্তুত।
ডার্ক টু হোপ/এসএইচ