রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
খেলাধুলা
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা বিসিবির
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 16 October, 2025, 3:43 PM

আফগানিস্তান সিরিজ শেষে মাত্রই দেশে ফিরেছেন জাকের-মিরাজরা। তবে বিশ্রাম পাচ্ছে না তারা। একদিন পরই ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের। আর এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না এলকেডির।

তার জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এর আগে ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজে খেলা হয়নি তার। তবে এবার ঘরের মাঠে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

আফগানিস্তান সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। নাহিদ রানা ও নাসুম আহমেদকে বাদ দেওয়া হয়েছে। আর সৌম্যর সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝