রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
খেলাধুলা
ইসরায়েলি সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য পুলিশ
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 17 October, 2025, 11:23 AM

নিরাপত্তাজনিত কারণে আগামী মাসে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ফুটবল দল ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বার্মিংহাম সিটির সেফটি অ্যাডভাইজরি গ্রুপ ভিলা পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগেই অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, ম্যাকাবি তেল আবিবের বাইরের ভক্তদের উপস্থিত থাকতে দেওয়া হবে না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

ক্লাব কর্তৃপক্ষ বলেছে, তাদের জানানো হয়েছে যে নিরাপত্তার কারণে ৬ নভেম্বর (বৃহস্পতিবার) ম্যাকাবি তেল আবিবের সঙ্গে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে কোনও বিদেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না।

বার্মিংহাম পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে জননিরাপত্তার বিষয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং রাতে যেকোনো সহিংস বিক্ষোভ হতে পারে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, তারা বর্তমান গোয়েন্দা তথ্য এবং পূর্ববর্তী ঘটনাগুলির উপর ভিত্তি করে ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে।

এর আগে, ২০২৪ সালে আমস্টারডামে আয়াক্স এবং ম্যাকাবি তেল আবিবের মধ্যে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ চলাকালীন ফিলিস্তিনপন্থি ও ইসরায়েল সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষ এবং ঘৃণামূলক অপরাধের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনায় কয়েক ডজন গ্রেপ্তার এবং পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

গত বছরের ৬ ও ৭ নভেম্বর আমস্টারডামে সংঘর্ষের পর ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া, ডাচ রাজধানীতে তাণ্ডব চালানো, বাসিন্দাদের উপর হামলা, ফিলিস্তিনি সংহতির প্রতীক ধ্বংস করা এবং ফিলিস্তিনি ও আরবদের বিরুদ্ধে বর্ণবাদী ও গণহত্যার স্লোগান দেওয়ার খবর প্রকাশিত হয়।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান
বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝