বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
লাইফস্টাইল
কলার খোসার জানা-অজানা উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
Publish: Monday, 30 December, 2024, 11:08 PM

প্রচুর পুষ্টিগুণে ভরপুর কলা, তা আমাদের প্রায় সবারই জানা। কলা খাওয়ার পর সেটির খোসা সাধারণত আমরা ফেলে দিই। কিন্তু বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এই কলার খোসা। সেগুলি কী ? চলুন, জেনে নিই।

১. অনেকেই বসার ঘর বা ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন। আর এই গাছের পাতা অনেক সময়ই ধুলাবালি পড়ে নোংরা হয়ে যায়। বেশি পানি দিয়ে পাতাগুলো পরিষ্কার করলে তা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা। এভাবে পাতাগুলো পরিষ্কার যেমন হবে, তেমনি ধুলোময়লা গাছের পাতায় জমার সম্ভাবনাও কমবে।

২. জুতা পালিশের ক্ষেত্রেও কলার খোসার কোনো বিকল্প নেই। একবার কলার খোসার ভেতরের সাদা অংশ দিয়ে জুতা ঘষে নিলে একেবারে চকচকে হয়ে উঠবে।

৩. দাঁতের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য কলার খোসার কোনো বিকল্প নেই। দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা।

৪. কলার খোসা দিয়েই পরিষ্কার করে ফেলতে পারেন চামড়ার ব্যাগ, বেল্ট। কলার খোসার মধ্যে থাকা সাদা অংশ চামড়ার ব্যাগ ও বেল্টের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে।

৫. ত্বকের যত্নে এই খোসা অত্যন্ত উপযোগী। কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে ঘষুন। মুখের কালো দাগ বা বলিরেখা দূর হবে সহজে। ত্বককে মসৃণ করতেও কলার খোসা অত্যন্ত দরকারি। শুষ্ক ত্বকে কলার খোসার ভিতরের অংশ লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ পর শুকিয়ে এলে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম হবে।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
লাইফস্টাইল- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝