বুধবার, ২২ জানুয়ারি ২০২৫,
৯ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
লাইফস্টাইল
জেনে নিন কোন খাবার লেবুর সঙ্গে খাওয়া ঠিক নয়
লাইফস্টাইল ডেস্ক
Publish: Tuesday, 14 January, 2025, 11:39 PM

লেবু শরীরের জন্য ভালো একটি খাবার। বিশেষ করে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা থেকে বাঁচতে লেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। লেবুতে আছে ভরপুর ভিটামিন সি। এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ। শরীরকে ডিটক্সিফাই করতেও কাজে লাগে লেবু। তাই চিকিৎসকরা প্রতিদিন লেবু খাওয়ার পরামর্শ দেন।

কেউ ভাতের সঙ্গে, কেউ আবার সালাদের সঙ্গে লেবু চিপে খান। তবে এমন কিছু খাবার আছে, যা লেবুর সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে। কী সেই খাবার, চলুন জেনে নেওয়া যাক।

পেঁপে

এমন অনেক ফল আছে যেগুলোর মধ্যে লেবুর রস ছিটিয়ে দিলে স্বাদ ও পুষ্টি বৃদ্ধি পায়। কিন্তু পেঁপের ক্ষেত্রে তা হয় না। পেঁপে এমন একটি ফল, যা কখনই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয়।

লেবু ও পেঁপের প্রভাব ও পুষ্টিগুণ আলাদা। সেজন্য লেবু ও পেঁপে একসঙ্গে খাওয়া হলে তা শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে। এর পাশাপাশি পেঁপে ও লেবু একসঙ্গে খেলে শরীরে দুর্বলতা তৈরি হয় এবং রক্তস্বল্পতা রোগ বাড়ে।

টমেটো

লেবুর রস ও টমেটো একসঙ্গে চাট, সালাদ এমনকি চাটনিতে ব্যবহার করা হয়। কিন্তু এই দুটি খাবার একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
লেবু-টমেটো একসঙ্গে খেলে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এবং কোষ্ঠকাঠিন্য, পেটে ভারী হওয়া ও অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।

দুগ্ধজাত খাবার

আমরা সবাই জানি যে দুধে লেবুর রস যোগ করলে দুধ ছানা কেটে যায়। ভাবুন এগুলো একসঙ্গে খেলে পেটে কি হবে। তাই দুধ ও দুগ্ধজাত খাবারের সঙ্গে লেবু খাওয়া উচিত নয়। লেবুতে সাইট্রিক এসিড নামক এসিডিক পদার্থ থাকে। এটি দুধের সঙ্গে একত্রে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার কারণে হজম সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা যেমন বদহজম ও অ্যাসিডিটি বাড়তে পারে।

দই

লেবুর সঙ্গে দই খাওয়া উচিত নয়। দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস ফল খেলে শরীরে ক্ষতিকারক টক্সিনের পরিমাণ বেড়ে যায়, যা চুলকানি, অ্যালার্জির প্রতিক্রিয়া এবং সর্দি-কাশির মতো সমস্যা তৈরি করতে পারে।

তাই শরীর ও নিজেকে সুস্থ রাখতে লেবুর সঙ্গে এসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবেই শরীরের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
লাইফস্টাইল- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝