রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
ওয়াশিংটনের আকাশে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 31 January, 2025, 10:47 AM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার একটি ফ্লাইটের সাথে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেডেরাল এবং স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ফ্লাইটের ৬৪ জন যাত্রী ও ক্রু এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের তিনজন ক্রুর সবাই নিহত হন।

দুটি আকাশযানই ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার আরলিংটনে রনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি (পরিবহনমন্ত্রী) শন ডাফি, যিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দেন, বলেন যে দুর্ঘটনার আগে পর্যন্ত দু’টি বিমানই ‘সাধারণ’ ফ্লাইট প্যাটার্নে চলছিল।

সংবাদ সম্মেলনে ট্রাম্প নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতার আহ্বান জানান এবং দুর্ঘটনাকে ‘সত্যিকার অর্থে একটি ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেন।

ট্রাম্প বলেন, আজ আমরা এক পরিবার, আজ আমাদের সবার হৃদয় ভেঙে গেছে। তিনি জানান, স্থানীয়, রাজ্যে ও ফেডেরাল পর্যায়ে সকল সংস্থা উদ্ধার কাজে নিয়োজিত আছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিমানবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসি ফায়ার সার্ভিসের প্রধান জন ডনলি বলেন, রাত ৮টা ৪৮ মিনিটে জরুরি সেবাকর্মীরা বিমানবন্দরে একটি বিপদ সঙ্কেতের জবাব দেন। বিপদ সঙ্কেত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিমানবন্দরে বা তার কাছে বিমান দুর্ঘটনা হয়েছে।

ডনলি বলেন, স্থানীয়, রাজ্য ও ফেডেরাল সংস্থার প্রায় ৩০০ জন জরুরি কর্মী পানিতে কাজ করছিলেন। তিনি বলেন, আবহাওয়া ছিল হিমশীতল, সাথে প্রবল বাতাস। পানিতে প্রচুর বরফ জমে ছিল।

ডনলি বলেন, কর্মীরা সারারাত উদ্ধারকাজ চালান এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত যাত্রীবাহী বিমান থেকে ২৭টি লাশ এবং হেলিকপ্টার থেকে একজন ক্রুর লাশ উদ্ধার করে।

তিনি বলেন, নদীর স্রোত ও বাতাস ধ্বংসাবশেষ অন্তত এক থেকে দুই কিলোমিটার দূরে নিয়ে গেছে, যার ফলে উদ্ধারকাজ জটিল হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি
খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর
ডিআরইউ'র সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ
সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
এলপিজির দাম বাড়লো
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝