যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।
বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।
শুক্রবার রাতে স্থানীয় ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলেছেন, বিমানটি শহরের জনবহুল অংশে আছড়ে পড়ার পর মাটিতে কতজন মারা গেছে তা এখনো নিশ্চিত করতে পারছি সনা।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো দুর্ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জানি এই অঞ্চলে ক্ষতি হবে।”
“আমরা এই মুহূর্তে যারা শোকাহত তাদের জন্য আমাদের চিন্তাভাবনা এবং আন্তরিক প্রার্থনা জানাতে চাই,” শাপিরো বলেন।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আরও নিরীহ প্রাণ হারাল। আমাদের উদ্ধারকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছে।
এর কয়েক দিন আগে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি জেট ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। এটি ২০০৯ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
ডার্ক টু হোপ/এসএইচ