রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
আসক্তিহীন নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
Publish: Friday, 31 January, 2025, 6:17 PM

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সম্প্রতি একটি নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে, যা অপিওয়েড মুক্ত এবং আসক্তির ঝুঁকিবিহীন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জর্নাভেক্স’ নামে বাজারে আসা সুজেট্রিজিন নামক এই ওষুধটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করবে। 

এই ওষুধটি তৈরি করেছে ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস, যারা দাবি করছে এটি মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে কার্যকর এবং প্রচলিত অপিওয়েড জাতীয় ওষুধের মতো আসক্তি তৈরি করবে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধের অপব্যবহার ও আসক্তি সমস্যার মুখোমুখি। ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘জাতীয় সংকট’ হিসেবে চিহ্নিত করে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮২ হাজারের বেশি মানুষ অপিওয়েড জাতীয় ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে মারা গেছে।

প্রচলিত অপিওয়েড জাতীয় ব্যথানাশক ওষুধ ব্যথা উপশমের পাশাপাশি মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটিয়ে ইউফোরিয়ার অনুভূতি তৈরি করে, যা আসক্তির দিকে নিয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, অপিওয়েড চিকিৎসা গ্রহণকারী প্রতি ১০ জনের মধ্যে ১ জন দীর্ঘমেয়াদে এ ধরনের ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন।

তবে নতুন ওষুধ ‘জর্নাভেক্স’ আলাদা প্রক্রিয়ায় কাজ করে। এটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই প্রতিরোধ করে, ফলে অপিওয়েডের মতো আসক্তির ঝুঁকি থাকে না। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস বলছে, এটি গত ২০ বছরে অনুমোদন পাওয়া প্রথম নতুন ব্যথানাশক ওষুধ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেশমা কেওয়ালরামানি এটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র ব্যথার ওষুধ গ্রহণ করে, তাদের জন্য এটি নতুন বিকল্প হতে পারে। ভার্টেক্স জানিয়েছে, এই ওষুধের প্রতি ক্যাপসুলের মূল্য হবে ১৫.৫০ ডলার (প্রায় ১,৯০০ টাকা)। তবে এটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা, তা নিয়ে এখনো গবেষণা চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি
খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর
ডিআরইউ'র সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ
সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
এলপিজির দাম বাড়লো
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝