Publish: Monday, 17 March, 2025, 10:58 PM

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের (বিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ইউনিয়নের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের জেলেদের মাঝে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়ার অনুসারী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুমন ভূঁইয়ার সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এসময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মেইন গেট বন্ধ করে দিই। এরপর চাল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা আমি জানি না। বর্তমানে ইউনিয়নের চাল দেওয়া বন্ধ রয়েছে।’
এদিকে সংর্ঘষের সময় গেট বন্ধ হওয়ার কারণে চাল নিতে আসা কিছু লোক পরিষদের ভেতরে আটকা পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদেরকে পরিষদ থেকে বের হয়ে যেতে সহায়তা করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুই পক্ষের লোকজন কাঁচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ডার্ক টু হোপ/এসএইচ