শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে, কিন্তু গাড়িতো খারাপ নয়: জিএম কাদের
রংপুর ব্যুরো
Publish: Friday, 21 March, 2025, 10:41 PM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ একটা দল। দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি- এর ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ নয়। এসব জিনিস বুঝতে হবে। কাজেই জোর করে অনেক কথাই বলা যায়।’ 

শুক্রবার (২১ মার্চ) রংপুরে এসে তার পৈতৃক বাসভবন ‘স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছেমতো যা তা করবো- যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন- এরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না এরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।’

তিনি বলেন, ‘আমাকে দেশের মানুষের মাঝে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ না পেয়ে বলে থাকে, দলীয় মনোনয়ন দেওয়ার নামে নাকি হাজার হাজার টাকা নিয়েছি। এসব বলে জনগণের পক্ষে আমার কথা বলা বন্ধ করা যাবে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে যারা আছেন মাস্টারমাইন্ড- তাদের রাজনীতি সম্পর্কে অপরিপক্বতা আছে। এখন যা চলছে তা ভালো লক্ষণ নয়। কোনও ইনস্টিটিউশনকে নষ্ট করা খারাপ কাজ- যেটা পুলিশ বাহিনীর বেলায় হয়েছে। একই কাজ সেনাবাহিনীকে নিয়ে করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনোভাবেই ভালো কাজ নয়।’

তিনি সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার সমালোচনা করে বলেন, ‘দেশের জনগণ নির্বাচন চাচ্ছে।’

এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর নগরীর সেনপাড়ায় তার পৈতৃক নিবাস ‘স্কাই ভিউতে’ এলে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জাপা নেতা জাহিদুল ইসলামসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

Bangladesh Investment Summit: A Grand Spectacle with Hollow Outcomes
সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: আজাদ মজুমদার
রাজধানীসহ ৯ জেলায় ঝড়ের আভাস
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝