শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫,
২১ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে দুই হাজার ৮৮৬
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 2 April, 2025, 4:08 PM

মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন চার হাজার ৬৩৯ জন। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ৩৭৩ জন। বুধবার (২ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে দেশটির জান্তা সরকার।

শুক্রবারের ভূমিকম্পে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কারণ উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এর আগে মার্কিন সংস্থা শঙ্কা প্রকাশ করেছিল, শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

গৃহযুদ্ধ কবলিত দেশটির তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগের এই বিপর্যস্ত অবস্থার মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সাময়িকভাবে লড়াই বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। কিন্তু সামরিক জান্তার প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

এদিকে ত্রাণবাহী গাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠেছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় সাহায্য নিয়ে আসা একটি কনভয়কে লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ।

টিএনএলএ বলেছে, কনভয়ের রুট এবং সাহায্য বিতরণের পরিকল্পনা আগে থেকেই  জান্তাকে জানানো হয়েছিল। তবে সামরিক বাহিনী বলেছে যে, কনভয়টি অতিক্রম করবে তা জানানো হয়নি এবং থামতে বললেও তারা থামেনি বলে গুলি করা হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জান্তা দাবি করেছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। ভয়াবহ এ ভূমিকম্পে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এছাড়া কয়েকশ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র : বিবিসি

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
মার্কিন সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক
ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ার শেয়ারবাজারে ধস
হামজার আগমনে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করল হাঙ্গেরি
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝