শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫,
২১ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 3 April, 2025, 10:52 AM

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো প্রায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে দখলদার ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। এর ফলে গাজায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। খবর আল-জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার (২ এপ্রিল) ভোর থেকে হওয়া হামলায় গাজায় কমপক্ষে ৭৭ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আল-জাজিরাকে জানানোর পর রাতভর গাজায় ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইউএনআরডব্লিউএ-এর একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা করা হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে “পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ” বলেও অভিহিত করেছে তারা।

একটি মেডিকেল সূত্র এর আগে জানিয়েছিল, জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে হামলায় নিহতদের মধ্যে ৯ জন শিশু এবং হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। মূলত জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার ফলে ভবনে ভয়াবহ আগুন লেগে যায় এবং এতে বেশ কয়েকজন নিহতের লাশ পুড়ে গেছে।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং “গণহত্যা, বাস্তুচ্যুতি এবং দখলদারিত্ব বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সংকটের রাজনৈতিক নিষ্পত্তি কার্যকর করতে” ইসরায়েলি বাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
মার্কিন সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক
ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ার শেয়ারবাজারে ধস
হামজার আগমনে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করল হাঙ্গেরি
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝