সোমবার, ৭ এপ্রিল ২০২৫,
২৪ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরো ৩০ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 6 April, 2025, 9:07 AM

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ভূখণ্ডের দক্ষিণে একটি তথাকথিত ‘নিরাপত্তা করিডোরে’ স্থল সেনা মোতায়েন করেছে।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলায় কমপক্ষে ছয়জন এবং উত্তরে বেইত হানুনে অভিযানে আরো ছয়জন নিহত হয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ে হামাসের সঙ্গে যুদ্ধে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকে ইসরায়েল গাজার আরো বেশি এলাকা দখলের চেষ্টা করছে এবং বিধ্বস্ত অঞ্চলে আবার বোমাবর্ষণ শুরু করেছে।

ইসরায়েল তখন থেকে তাদের আক্রমণ তীব্র করে তুলেছে। জানিয়েছে যে ফিলিস্তিনি দল হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত না করা পর্যন্ত তারা এই হামলা অব্যাহত রাখবে।

শনিবার সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি সেনা দক্ষিণ গাজাজুড়ে একটি নতুন প্রতিষ্ঠিত নিরাপত্তা করিডোরে মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে নতুন ‘মোরাগ করিডোর’ ঘোষণা করেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন যে এটি দক্ষিণের রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেবে, যাকে ইসরায়েল জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

কতজন সেনা মোতায়েন করা হয়েছে, অথবা নতুন করিডোরটি ঠিক কোথায় অবস্থিত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

মোরাগ হল রাফাহ এবং খান ইউনিসের মধ্যে অবস্থিত একটি ইহুদি বসতির নাম এবং নেতানিয়াহু পরামর্শ দিয়েছিলেন যে এটি শহরগুলোর মধ্যে চলবে।

ইসরায়েলি মিডিয়া দ্বারা প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, করিডোরটি পূর্ব থেকে পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় স্ট্রিপের প্রস্থ বরাবর বিস্তৃত।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে দেশকে আজ কাঁদতে হতো না
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত গ্রেপ্তার
টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিয়ে বাড়িতে বরপক্ষকে উদ্ধারে গিয়ে অবরুদ্ধ ওসি, উদ্ধার করলো সেনাবাহিনী
যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবে ঢাকার শেয়ার বাজারেও দরপতন
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝