Publish: Sunday, 6 April, 2025, 11:12 PM

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। খবর আল জাজিরা ও ওয়াফা।
রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গাজার ভয়ংকর দৃশ্য এবং ইসরায়েলি হামলার কারণে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার জন্য এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বলেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচার গুলি চালিয়ে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারীদের হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে যুদ্ধের অবসান ঘটাতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত করার ওপর জোর দেয়া হয়েছে। একইসঙ্গে গাজায় ইসরায়েলের অপরাধ এবং ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে।
এদিকে তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার গণহত্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৬৯৫ জনে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও জানায়, ১১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরের মধ্য দিয়ে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জনে।
ডার্ক টু হোপ/এসএইচ