দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বাণিজ্য নীতি নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ওষুধ আমদানির ওপর ‘বড় ধরনের শুল্ক’ আরোপের ঘোষণা দিয়ে বিশ্ববাজারে আবারও উত্তেজনা সৃষ্টি করেছেন তিনি।
বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, আমেরিকা শিগগিরই ওষুধ আমদানির ওপর ‘বড়’ শুল্ক ঘোষণা করবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, এই শুল্ক ওষুধ কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে উৎসাহিত করবে।
অবশ্য ইতোপূর্বে ওষুধ এবং সেমিকন্ডাক্টরগুলোকে পারস্পরিক শুল্ক নীতির আওতা থেকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন।
ডার্ক টু হোপ/এসএইচ