শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
৫ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
বাংলাদেশ থেকে নেপাল-ভুটানে রপ্তানি বাধাগ্রস্ত হবে না: জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 9 April, 2025, 9:17 PM

পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ থেকে ভুটান-নেপালে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে না। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পেছনে কারণও ব্যাখ্যা করেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন বলছে, রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ব্যাখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে পাশাপাশি একটি বিবৃতিও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যাতে এই সিদ্ধান্তের বিয়ষটি পরিষ্কার করা হয়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে আমাদের বিমানবন্দর ও অন্যান্য বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজট দেখা যাচ্ছে। লজিস্টিক সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে এবং ব্যয় বেড়ে গেছে। এতে করে আমাদের নিজেদের অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক পণ্য দীর্ঘ সময় ধরে আটকে থাকছে। অতএব, ৮ এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার এই সুবিধা বাতিল করে নোটিশ জারি করে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। এর ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ। ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারত।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল, এই সুবিধা বাতিলের কারণে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানিতে সংকটে পড়বে বাংলাদেশ। তবে এর ব্যাখ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘স্পষ্ট করে বলতে গেলে, এই পদক্ষেপ ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না।’

এর আগে ৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) জারি করা নোটিশে বলা হয়েছে, ‘২০২০ সালের ২৯ জুন জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে।’

ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল, যার কয়েক দিন আগে ভারত-বাংলাদেশসহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে আমেরিকা।

এর আগে সম্প্রতি চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি ভারতের চিকেনস নেক নিয়ে কথা বলেন। এর কয়েক দিন না যেতেই বাণিজ্যের ক্ষেত্রে নতুন এই ঘোষণা এল ভারতের পক্ষ থেকে। 

ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা এবং জিটিআরআইয়ের প্রধান অজয় ​​শ্রীবাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে আসছে এবং গত দুই দশক ধরে বিশাল ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যগুলোতে (মদ ও সিগারেট বাদে) একমুখী ও শূন্য-শুল্ক প্রবেশাধিকার প্রদান করেছে।

শ্রীবাস্তব বলেন, ‘তবে চীনের সহায়তায় চিকেনস নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাঁটি স্থাপনের বাংলাদেশের পরিকল্পনা নতুন এই পদক্ষেপকে উৎসাহিত করতে পারে। ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ চীনা বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছে।’

এই সিদ্ধান্তের পর বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি ব্যয় বাড়বে। লজিস্টিক যাবে দেরিতে। আর পুরো বিষয়টিই এখন অনিশ্চয়তায় পড়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ছাত্রদল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত
আলোচিত টিপকাণ্ড: লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মামলা
শুক্রবার মধ্যরাত পর্যন্ত খিলক্ষেত-কুড়িল সড়ক বন্ধ: ডিএমটিসিএল
৫ আগস্টের পর সেনাবাহিনীর হাতে ৭৮২২ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝