Publish: Wednesday, 9 April, 2025, 11:59 PM

শুল্ক-পাল্টা শুল্কের ‘খেলায়’ এবার যুক্ত হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার পর পাল্টা শুল্কারোপ করে চীন। এবার ইইউর সদস্য রাষ্ট্রগুলো ২০ দশমিক ৯ বিলিয়ন ইউরো সমমূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ করতে ভোট দিয়েছে। এই শুল্ক আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই নিয়ে বিবৃতিও দিয়েছে ইউরোপীয় কমিশন। তাতে বলা হয়, ‘ইইউ মার্কিন শুল্ককে অযৌক্তিক ও ক্ষতিকারক বলে মনে করে, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইইউ আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে ফলাফল পেতে তার স্পষ্ট বক্তব্য জানিয়েছে। এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও দুই দেশের জন্য উপকারী ভাবনাই জানিয়েছে তারা।’
বিবিসি বলছে, এই শুল্ক ঘোষণার কারণে ২০ দশমিক ৯ বিলিয়ন ইউরো সমমূল্যের পণ্যের ওপর সরাসরি প্রভাব পড়বে। এটি তিনটি ধাপে কার্যকর হতে পারে। প্রথম ধাপে প্রভাবিত হতে পারে ৩ দশমিক ৯ বিলিয়ন ইউরোর পণ্যে। এটি কার্যকর হবে আগামী সপ্তাহে। পরের ধাপ শুরু হতে আগামী ১৫ মে ১৩ দশমিক ৫ বিলিয়ন ইউরোর পণ্যের ওপর।
এরপর আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে তৃতীয় ধাপ। ওই সময় প্রভাবিত হবে ৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য।
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ আমদানি কর মার্চ মাসের মাঝামাঝি সময়ে কার্যকর হওয়ার প্রতিক্রিয়া হিসাবে ইইউ এই পথে হাঁটছে। তবে ইইউর বাণিজ্য নীতি আমেরিকার ওপর তেমন প্রভাব ফেলতে পারছে না। কেননা ২৭টি সদস্য রাষ্ট্রকেই নতুন শুল্কের ওপর ভোট দিতে হবে। এবার হাঙ্গেরি ভোট দেয়নি বলে জানা গেছে।
তবে শুল্ক ঘোষণার বিবৃতিতে ইইউ স্পষ্ট করে বলেছে যে, আমেরিকা একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আলোচনার মাধ্যমে ফলাফলে সম্মত হলে এই পাল্টা শুল্কারোপ যে কোনো সময় স্থগিত করা যেতে পারে। ইইউ কোন পণ্যগুলোতে শুল্কারোপ করছে, তা একদিনের মধ্যে জানাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণাপত্রে দেখা যায়, চীনা পণ্যের ওপর তিনি ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে চীন সরকার মার্কিন পণ্যের ওপরেও পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।
চীন সরকারের এই পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত সোমবার তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘মঙ্গলবারের মধ্যে চীন যদি অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার না করে, তাহলে চীনা পণ্যের ওপর আরও অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ অর্থাৎ চীনা পণ্যের ওপর সর্বমোট ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।
কিন্তু ট্রাম্পের হুমকি আমলে নেয়নি চীন এবং শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারও করেনি। ফলে মঙ্গলবারের পর আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে চীনা পণ্যের ওপর আমেরিকার ১০৪ শতাংশ শুল্ক। আর এর জবাবে চীনও শুল্ক আরও ৫০ শতাংশ বাড়ায়।
ডার্ক টু হোপ/এসএইচ