বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
খেলাধুলা
লিভারপুলেই থাকছেন সালাহ, দুই বছরের চুক্তি নবায়ন
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 11 April, 2025, 4:04 PM

গুঞ্জন ছিলো মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ। ফ্রি এজেন্টে ক্লাব ছেড়ে কোথায় যাচ্ছেন, নাকি চুক্তি নবায়ন হবে এসব নিয়ে মৌসুম জুড়ে নানান গুঞ্জন ছড়িয়েছে। গত ডিসেম্বরে সালাহ নিজেই ডিসেম্বরে বলেছিলেন যে চুক্তি 'অনেক দূরে'। শেষ পর্যন্ত সেই গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড। 

শুক্রবার (১১ এপ্রিল) আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে সালাহর সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাদের। ক্লাবের ওয়েবসাইটে বাঁ-পায়ের এই  উইঙ্গার বলেন, ‘এটা অসাধারণ মুহূর্ত। আমি অ্যানফিল্ডে ৮ বছর হলো খেলছি। এটা সম্ভবত ১০ বছর হতে চলেছে। এখানে আমি জীবন ও ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলি কেটেছে।'

লিভারপুল ছেড়ে সালাহ মোটা অঙ্কের চুক্তিতে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যেতে পারেন বলেও খবর বেরিয়েছিলো। সেসব খবরে দাবি করা হয়েছিলো সালাহকে পেতে ২১৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে আল-ইত্তিহাদ। সালাহর বার্তাতেই পরিষ্কার, অল রেডসদের সঙ্গে তিনি দুই বছরের চুক্তি নবায়ন করছেন। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকতে রাজি হয়েছেন তিনি। 

৮ মৌসুম ধরে লিভারপুলে খেলছেন সালাহ। এই ক্লাবেই দশক কাটাতে চলা ফরোয়ার্ড মনে করেন তার জীবনের সেরা সময় কেটেছে অল রেডসদের হয়ে, ‘ভক্তদের উদ্দেশ্যে বলবো, এখানে থাকতে পেরে আমি খুব খুবই খুশি। আমি এখানে চুক্তি করেছিলাম, কারণ বিশ্বাস ছিল আমরা অনেক শিরোপা জিতবো। আপনাদের সমর্থন থাকলে ভবিষ্যতে আরও শিরোপা আসবে এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

সালাহ লিভারপুলের ভক্তদের প্রতিও জানিয়েছেন ভালোবাসা, 'আমি [ভক্তদের] বলতে চাই, এখানে থাকতে পেরে খুবই, খুবই খুশি। আমি বিশ্বাস করি আমরা এক সঙ্গে অনেক বড় ট্রফি জিততে পারি। আমাদের সমর্থন করে যান এবং আমরা আমাদের সেরাটা দেব, এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিতব।'

সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে আছেন তারা। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে, দুইয়ে থাকা আর্সেনাল থেকে ১১ পয়েন্টে এগিয়ে লিভারপুল। লিগ শিরোপা জেতা এখন দলটির জন্য সময়ের অপেক্ষা। মৌসুমে দারুণ সময় কাটছে সালাহরও। সব আসর মিলিয়ে ৪৫ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন ২২টি।

এদিকে সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইকও লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন। তিনিও নাকি ২০২৭ পর্যন্ত থাকছেন অ্যানফিল্ডে। তার চুক্তি চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ফ্রি এজেন্টে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনাল্ড।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝