বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
খেলাধুলা
পিএসএলে মাঠে নামার আগেই দেশে ফেরত আসছেন লিটন
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 12 April, 2025, 1:01 PM

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাতের ম্যাচে আজ মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে করাচি কিংস। এ ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হওয়ার জোর সম্ভবনা ছিল লিটন কুমার দাসের। দেশের ক্রিকেটের ভক্ত-সমর্থকেরাও অনেকে লিটনকে করাচির জার্সিতে লিটনকে খেলতে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন। কিন্তু সে অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না।

নিজেদের প্রথম ম্যাচের আগে আঙুলে চোট পেয়েছেন ৩০ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান। এ চোটে লিটনের পিএসএল মিশন শেষ হয়ে গেছে। এরইমধ্যে করাচির ক্যাম্প ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।

ফেসবুকে দেওয়া পোস্টে লিটন লিখেছেন, ‘আমি করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের একটি সেশনে আঙুলে চোট লাগে। স্ক্যান রিপোর্টে দেখা চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে। সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহের মতো সময় লাগবে।’

লিটন যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত, পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফেরত যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

খেলা না হলেও করাচিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি লিটন, ‘আমার দল করাচি কিংসের জন্য অনেক অনেক শুভ কামনা।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝