বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
খেলাধুলা
হারের বৃত্তে থাকা চেন্নাইয়ের একাধিক লজ্জার রেকর্ড
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 12 April, 2025, 10:23 AM

রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির কারণে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে আবারও ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে একাধিক লজ্জার রেকর্ড গড়েছে দলটি। গুঁড়িয়ে যাওয়া ম্যাচে বল অব‍্যবহৃত থাকার দিক থেকে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারের তেতো স্বাদ পেল চেন্নাই।

আইপিএলে গতকাল শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ৮ উইকেটে হেরেছে চেন্নাই। যেখানে ১০৪ রানের লক্ষ‍্য ৫৯ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে কলকাতা।

চলমান জয় দিয়ে আসর শুরুর পর এটি চেন্নাইয়ের পঞ্চম হার। আইপিএলে নিজেদের ইতিহাসে দলটি এই প্রথম টানা এতো ম‍্যাচে হারল। একই সঙ্গে প্রথমবারের মতো ঘরের মাঠে হারল টানা তিন ম‍্যাচে।

বল অব‍্যবহৃত থাকার দিক থেকে এটাই চেন্নাইয়ের সবচেয়ে বড় হার। ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শারজাহতে হেরেছিল ৪৬ বল বাকি থাকতে। আর বল অব‍্যবহৃত থাকার দিক থেকে কলকাতার এর চেয়ে বড় জয় আছে কেবল একটি। ২০২১ সালে আবু ধাবিতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষ দলটি জিতেছিল ৬০ বল বাকি থাকতে।

আইপিএলে এক্ষেত্রে রেকর্ড ৮৭ বল। ২০০৮ সালে কলকাতার বিপক্ষে ৬৮ রানের লক্ষ‍্য ৩৩ বলে ছুঁয়ে ফেলেছিল মুম্বাই। এখন পর্যন্ত এই একবারই পাওয়ার প্লের মধ‍্যে কোনো দল রান তাড়া করে জিততে পেরেছে।

এদিকে দ্বিতীয়বার চিপকে ৮ উইকেটে হারল চেন্নাই। ২০১২ সালে প্রথম এই অভিজ্ঞতা হয়েছিল তাদের মুম্বাইয়ের বিপক্ষে। আইপিএলে সব মিলিয়ে আটবার ৮ উইকেটে হারল চেন্নাই। এর চেয়ে বড় ব‍্যবধানে হার তাদের আছে কেবল দুটি। ২০২০ সালে শারজাহতে মুম্বাইয়ের বিপক্ষে হেরেছিল ১০ উইকেটে, এই দলের বিপক্ষে ২০০৮ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেরেছিল ৯ উইকেটে।

এদিনে টস হেরে ব‍্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৩ রানে থামে চেন্নাই। যা প্রতিযোগিতাটির ইতিহাসে তাদের তৃতীয় সর্রনিম্ন। চেন্নাইয়ে স্বাগতিকদের এটাই সর্বনিম্ন। ঘরের মাঠে তাদের আগের সর্বনিম্ন ছিল ১০৯, মুম্বাইয়ের বিপক্ষে ২০১৯ সালে।

আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষেই চেন্নাইয়ের সর্বনিম্ন দুটি ২০১৩ সালে ৭৯ ও ২০২২ সালে ৯৭ রান করে তারা, দুটোই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের আগের সর্বনিম্ন ছিল ২০১১ সালে ইডেন গার্ডেন্সে ৪ উইকেটে ১১৪।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
বড় ব্যবধানে হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝