Publish: Tuesday, 15 April, 2025, 11:03 AM

চট্টগ্রামের কোতোয়ালির সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগে অন্তত ২০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এ আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান।
স্খানীয়রা জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে আসলেও ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে মূল আগুনস্থলে পৌঁছাতে চরম বেগ পেতে হয়।
একই সঙ্গে তীব্র বাতাসের কারণে আগুন ভয়ংকর রুপ নেয়। ফলে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির ২০টি ঘর পুড়ে গিয়ে বহুনিম্ন আয়ের মানুষ নিঃস্ব হয়ে গেছেন।
বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কীভাবে আগুন লেগেছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডার্ক টু হোপ/এসএইচ