Publish: Wednesday, 16 April, 2025, 9:17 AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ আটজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আনিছুর রহমান আনিছ, এনায়েতপুর থানাধীন ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগে মজিবুর রহমান লেবু ও রাশেদুল হাসান রঞ্জনকে বহিষ্কারের সুপারিশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চিঠি পাঠায় জেলা বিএনপি।
অপরদিকে গত ১৮ মার্চ এনায়েতপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা কবির হোসেন নিহত হন। এ ঘটনা উভয়পক্ষের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ