Publish: Wednesday, 16 April, 2025, 10:03 AM

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের এমএস কলোনিতে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।
স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় তিনি প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতেন। মঙ্গলবার রাতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় ডাক-চিৎকার করলে বাড়িতে থাকা ফাতেমা খাতুন তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ডার্ক টু হোপ/এসএইচ