শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
রাজনীতি
বৈঠকে আমরা একেবারেই সন্তুষ্ট হতে পারিনি: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 16 April, 2025, 6:18 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আমার একেবারেই সন্তুষ্ট হতে পারিনি।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে। পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নির্বাচনের দিনক্ষণ চাওয়ার জবাবে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি। ‘২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন’-বরাবরের মতোই আজও এই কথারই পুনরাবৃত্তি করলেন সরকার প্রধান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে আমরা মোটেও সন্তুষ্ট নই, আমরা বলেছি সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

বিএনপি মহাসচিব, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

জানা গেছে, বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চেয়েছেন কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে। উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আবার মাঠের কর্মসূচিতে যেতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

Bangladesh Investment Summit: A Grand Spectacle with Hollow Outcomes
সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: আজাদ মজুমদার
রাজধানীসহ ৯ জেলায় ঝড়ের আভাস
রাজনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝