শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
রাজনীতি
ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
নিউজ ডেস্ক
Publish: Friday, 18 April, 2025, 7:02 PM

রাজধানী ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুয়েকদিন আগে রামপুরা-বাড্ডা এলাকায়ও মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নুর হোসেন তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ ১৮/০৪/২৫ইং সকালে উত্তরা ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।

এছাড়াও তারা ‘তুমি কে আমি কে/ বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই/ রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার/ বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

জানা যায়, মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের
রাজনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝