Publish: Friday, 18 April, 2025, 7:02 PM

রাজধানী ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুয়েকদিন আগে রামপুরা-বাড্ডা এলাকায়ও মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নুর হোসেন তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ ১৮/০৪/২৫ইং সকালে উত্তরা ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।
এছাড়াও তারা ‘তুমি কে আমি কে/ বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই/ রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার/ বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
জানা যায়, মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।
ডার্ক টু হোপ/এসএইচ