শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
কুড়িগ্রামে জাপার অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ
কুড়িগ্রাম প্রতিনিধি
Publish: Wednesday, 16 April, 2025, 10:30 PM

কুড়িগ্রামে সংবাদ স‌ম্মেল‌ন করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রায় ৫০ জন নেতাকর্মী। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ স‌ম্মেল‌নের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ক‌রেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ (রাজ্জাক)। তি‌নি বলেন, ‘সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এ জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলটির সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেছে। তারই ফলশ্রুতিতে কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতৃবৃন্দ সমর্থকসহ পূর্বের সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করলাম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বাবুল শেখ প্রমুখ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

Bangladesh Investment Summit: A Grand Spectacle with Hollow Outcomes
সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: আজাদ মজুমদার
রাজধানীসহ ৯ জেলায় ঝড়ের আভাস
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝