শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিক্ষা
‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি স্থগিত শিক্ষার্থীদের, বৈঠকের পর নতুন কর্মসূচি
নিউজ ডেস্ক
Publish: Thursday, 17 April, 2025, 10:38 AM

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে, দেশব্যাপী রেল ব্লকেড কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী তাদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান। তারা জানান, আলোচনার ফলাফল অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

মাসফিক ইসলাম ভিডিও বার্তায় বলেন, আলোচনায় ছয় দফা দাবি এবং অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আলোচনা চলাকালীন সময়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।

জুবায়ের পাটোয়ারী বলেন, কিছু তৃতীয় পক্ষ ও কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত ও ব্যবহার করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। আমরা সরকারের বিপক্ষে নই, বরং সরকারকে সহযোগিতা করে দাবিগুলো বাস্তবায়ন করতে চাই।

এর আগে, বুধবার সকালে শিক্ষার্থীরা সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কুমিল্লায় পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হন এবং মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর রাতে রেল অবরোধের ঘোষণা দেওয়া হলেও, মধ্যরাতে তা স্থগিত করা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয়
Bangladesh Investment Summit: A Grand Spectacle with Hollow Outcomes
সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
শিক্ষা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝